রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে কোষ্টগার্ড কর্তৃক বিপুল পরিমান জেলি পুষকৃত গলদা চিংড়ী জব্দ করেছে। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার সাব লে. এম. আতাহার আলী বি এন এর নের্তৃত্বে কোষ্টগার্ড সদস্য মো. মুকবুল হোসেন এর একটি অপারেশনের দল গতকাল রাতে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাটে অভিযান চালিয়ে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৯৮০ কেজি জেলি পুষকৃত গলদা চিংড়ী যার আনুমানিক মূল্যে ৬ লক্ষ টাকা জব্দকরা হয়। আজ সকালে জেলি পুষকৃত গলদা চিংড়ী চাঁদপুরের মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। মৎস্য কর্মকর্তা ও কোষ্টগার্ড এ জেলি পুষকৃত গলদা চিংড়ী মাটিতে পুতে ফেলে। কোষ্টগার্ড বলেন নৌ-পথে অবৈধ মালামাল পাচাররোধে এঅভিযান অব্যাহত থাকবে।