স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ঝর্ণা বেগমের পরিবারকে বসত ঘর নির্মানের জন্য টিন প্রদান করেন যুবধারা সঞ্চয় ঋণদান সমবায় সিমিতি লিমিটেড এর গ্রাম উন্নয়ন প্রকল্প। রবিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মৈশাদী গাজী বাড়িতে ঝর্ণা বেগমের পরিবারকে তার নিজ বাড়িতে সমিতির কর্মকর্তাগণ উপস্থিত হয়ে এ টিন বিতরণ করেন এবং ঘর নির্মানের জন্য আর্থিক সহযোগীতা করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পদাক মোঃ জাকির হোসেন, সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুলহাস মিয়া, ম্যানেজার হাসান আলী সহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে প্রচন্ড ঝড়োহাওয়ায় মৈশাদী গাজী বাড়ির অসহায় ঝর্ণা বেগমের বসত ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। যার ফলে যুবধারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সিমিতি লিমিটেড এর পক্ষ থেকে এই টিন বিতরণ করা হয় এবং তার ঘরটি পূর্ণ নির্মানের জন্য আর্থিক সহযোগীতা করেন।