স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে ট্রাফিক সারজেন্ট আলম দায়িত্ব পালনকালে যুবলীগ নেতার হাতে লাঞ্চিত হবার খবর পাওয়া গেছে। এই ঘটনায় জেলা যুবলীগের সদস্য তাজমিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপ্ুরে শহরের হাকিম প্লাজার সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে শহরের যানজটের মাত্রা বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশ অবস্থা নিয়ন্ত্রনে ব্যাপক হিমশিম খাচ্ছে। মঙ্গলবার দুপুরে হাকিম প্লাজার সামনে একটি সিএনজি রাস্তায় মধ্যে রেখে যাত্রী উঠানোর সময় ট্রাফিক সারজেন্ট আলম তাকে সিএনজি সরিয়ে ফেলার জন্য বলে। কিন্তু চালক তার কথা না শুনায় ট্রফিক পুলিশ সিএজির চাকার হাওয়া ছেড়ে দেয়। পরে চালক তার সিএনজির মালিক যুবলীগ নেতা তাজমিরকে ফোন করে। তাজমির হাকিম প্লাজার সামনে এসে ট্রাফিক সারজেন্ট আলমকে গালমন্ধ করে। পরে বাকবিতন্ডের এক প্রর্যায় তাজমির ট্রাফিক সারজেন্ট আলমকে লাঞ্চিত করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাজমিরকে আটক করে থানায় নিয়ে আসে। তাজমিরকে ছাড়িয়ে নেওয়ার জন্য যুবলীগের নেতাকর্মীরা এসে ট্রাফিক পুলিশের সাথে সমযোতা করে থানা থেকে ছাড়িয়ে নেয়।