প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আজ থেকে শুরু হচ্ছে। চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে এ মেলার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মেলার উদ্বোধনী বর্ণাঢ্য র্যালী বের হবে। র্যালীটি চাঁদপুর স্টেডিয়ামস্থ মেলাস্থলে এসে শেষ হবে। এরপর সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পুরাণবাজার কলেজ ও চাঁদপুর কম্পিউটার সমিতি তাদের পারফরমেন্স উপস্থাপন করবে। মেলার শেষ দিন ১৯ জানুয়ারি বৃহস্পতিবার কনটেন্ট উপস্থাপন করবেন আইসিটি এঙ্পার্ট মোঃ সবুর খান। একই দিন বিকেল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।