শওকত আলী,=
চাঁদপুরে দলিত শিশুরা তাদের অবস্থা-অবস্থান থেকে সামনের পথ চলায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উপেক্ষিত। তারা তাদের যোগ্যতা অনুযায়ী সঠিক অবস্থানে পৌছতে বাধাগ্রস্থ হচ্ছে। এরা শিক্ষা-সাংস্কৃতি ও খেলাধুলায় অন্য শিশুদের চাইতে অনেক দুর এগিয়ে থাকলেও তাদের প্রকৃত যোগ্যতা ও মেধা বিকাশিত করে সঠিক মূল্যায়ন পাচ্ছে না বর্তমানে এ সমাজে। তারা সর্বক্ষেত্রে অবহেলিত রয়েছে। এদের সঠিক স্থানে পৌছার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সঠিক পর্যবেক্ষণ প্রয়োজন। তাহলেই এরা তাদের অবস্থানে পৌছে সমাজ-সভ্যতার জন্য অনেকাংশে প্রভাব বিস্তার করে উন্নতির শিখরে পৌছতে পারবে।
সরেজমিনে শহরের বড় স্টেশন হরিজন কলোনী, তালতলা স্বর্ণখোলা হরিজন কলোনী ও পুরাণবাজার হরিজন কলোনীর দলিত শিশুদের সাথে আলাপকালে জানা গেছে, তারা শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় অনেকাংশে এগিয়ে রয়েছে। তাদের অভিভাবকরা জানান, তারা যদি স্বাধীনভাবে পড়াশুনা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে পারলে এদেশের জন্য ভাল ফল অর্জন করে আনবে। এছাড়া তারা নিজেরা ও নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। তাই দলিত অবহেরিত শিশুদের কল্যাণে সকল ধর্ম পেশার মানুষের প্রতি তাদের বিশেষ অনুরোধ ও আহ্বান। এক জরীপে দেখা যায়, শিশুদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে দলিত জনগোষ্ঠী বিগত ২০ বছর পূর্বের অবস্থান থেকে তারা অনেকটাই উন্নত হয়েছে, শিক্ষা ক্ষেত্রে। দলিত শিশুদের ১শ জনের মধ্যে ৯৭/৯৮% ভাগ শিশু শিক্ষার সাথে জড়িত রয়েছে। তারা সঠিকভাবে বিদ্যালয়ে যায় এবং শিক্ষা-অর্জন করে থাকে। দলিত শিশুদের সাথে ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে দেখা গেছে, ভবিষ্যতে দলিত জনগোষ্ঠীর শিশুরা শিক্ষা ক্ষেত্রে প্রশার ও উন্নয়ন করার অনেক সম্ভাবনা রয়েছে। তবে অভিভাবকদের আয় উপার্জনের ক্ষেত্রে এদের শিক্ষা গ্রহণের সঠিক সহযোগিতা না পাওয়ায় অনেকে ঝড়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই দলিতদের সরকারিভাবে সহযোগিতা পেলে তাদের জীবন যাপনের জন্য ও মৌলিক চাহিদাগুলো দিক নির্দেশনা মতে পুরন করার চেষ্টা করলে, তারা সু শিক্ষিত সমাজে জাতির অহংকার হয়ে ভূমিকা রাখবে। চাঁদপুর হরিজন শিল্পগোষ্ঠীর রেলওয়ে হরিজন কলোনীর সাধারণ সম্পাদক বিধান চন্দ্র হরিজন ও অনেকের সাথে আলাপ করে জানা যায়, সাংস্কৃতিক কর্মকান্ডের দলিতদের অবস্থান চাঁদপুরে অনেক ভাল। চাঁদপুরে হরিজন শিশুদের বিনোদনের জন্য হরিজন শিল্পগোষ্ঠী একটি সংগঠন রয়েছে। এ সংগঠনের মাধ্যমে তারা জাতীয় অনুষ্ঠানগুলো করে থাকে। এসব শিশুরা বিজয় মেলা, পহেলা বৈশাখসহ বিভিন্ন সরকারি নৃত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ রয়েছে তাদের। আর্থিক সংকটসহ বাধ্য যন্ত্রের প্রচুর অভাব রয়েছে এদের। যার ফলে এরা এদের প্রতিবার বিকাশ দেখাতে পারছে না। তাই সরকারি সহযোগিতার মাধ্যমে জেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য সহযোগিতা চেয়ে আবেদন করেছে।
খেলাধুলা ঃ চাঁদপুরে খেলাধুলায় দলিত হরিজনরা অনেক পূর্ব থেকে অনেক অগ্রগামী অবস্থায় রয়েছে। চাঁদপুরের ৩টি হরিজন কলোনী শিশুরা খেলাধুলা ক্ষেত্রে বড় অবস্থানে ছিল বিগত বছরগুলোতে। তাদের আর্থিক অস্বচ্ছলতার কারণে তারা খেলাধুলায় ভাল হলেও জ্বড়ে পড়তে হয়েছে। দলিত হরিজন শিশু কিশোররা ইচ্ছা থাকার পরও পিছুটানের কারণে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। দলিত শিশুদের খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করা হলে এরা অনেক দূর এগিয়ে গিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়ার হওয়ার যোগ্যতা রাখেন। এদের মধ্যে অনেক প্রতিভাবান শিশু আছে। যাদের উপর নির্ভর করা যায়। ভাল মানের ও জাতীয় খেলোয়ার হওয়ার।