স্টাফ রিপোর্টার: : চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে একটি আবাসিক ভবনে দুই পরিবারের ৫জনকে স্প্রে জাতীয় নেশায় অচেতন করে স্বর্বস্ব লুট করে নিয়েছে দূর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটায় ওই বাসার লোকজন দুই পরিবারের দরজা বন্ধ দেখে ঘটনার টের পায়। বর্তমানে ওই পাঁচ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অচেতন ব্যাক্তিরা হচ্ছে: সদর উপজেলার কমলাপুর গ্রামের হারিস চন্দ্রের ছেলে আশিষ (৪৫), তার স্ত্রী মিলি রানী এবং সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখদি গ্রামের ফজলুর রহমানের ছেলে জাকির হোসেন (৫০) ও তার মেয়ে জুমু (১৭), ছেলে মো. জুবায়ের (১২)। এ দুই পরিবারের লোকজন ঘটনাস্থল শহরের মুক্তিযোদ্ধা সড়কে অ্যাড. হারুনুর রশিদের বাড়ির তৃতীয় তলায় পাশাপাশি প্লাটে ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী ও চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, বুধবার গভীর রাতে কোন এক সময় দূর্বৃত্তরা বাসার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। দুই পরিবারের লোকদের স্প্রে জাতীয় নেশা দিয়ে অচেতন করে ঘরে থাকা মূল্যবান সকল মালামাল নিয়ে যায়। আজ দুপুর পর্যন্ত তাদের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক হারুন পুলিশকে খবর দেয়। পরে পুলিশসহ আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. বেলায়েত হোসেন খান জানান, দুই পরিবারের ৫জনকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। জ্ঞান ফিরতে সময় লাগবে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ অচেতনদেরকে উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। অচেতন ব্যাক্তিদের জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা জানাযাবে। আমরা ঘটনার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চালাচ্ছি।
অপরদিকে শহরের গুয়াখোলা রোড এলাকায় চোকদার ভিলার ৩য় তলায় অবস্থিত মানব কন্ঠ পএিকার চাঁদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্তের বাসার গ্রিরিল কেটে দুর্বৃত্তচক্র প্রবেশ করে তার লেফটপ,মোবাইল,স্বর্নলংকার সহ মূল্যবান মালা মাল নিয়ে যায়।এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারন ডাইরী করা হয়েছে।