প্রতিনিধি
চাঁদপুর শহরে একরাতে দুটি মোবাইল ফোনের দোকানে সার্টার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে। রোববার রাতে যে কোন সময় এই চুরির ঘটনাগুলো ঘটেছে। শহরের শপথ চত্ত্বর এলাকার শহীদ মুক্তিযুদ্ধা সড়কের দুটি মাকের্টের দুটি মোবাইলের দোকানের সার্টার ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে। ভূইয়া সেন্টার নামক মাকের্টের থ্রি জী মোবাইল সেন্টারটি দেড় মাস আগে মোঃ আজিম মিজি চালু করে। ঘটনার রাতে চোরের দল ভূইয়া সেন্টারে প্রবেশ করে জেলা ক্রিড়া অফিসারের কক্ষের পিয়ন ওয়াহিদ মুরাদকে কক্ষের বাহিরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। একই অবস্থা করে মার্কেটের দারোয়ান মোস্তফার কক্ষ বাইরে থেকে বন্ধ করে তাকেও ভেতরে আটকে রাখে। এই মাকের্টের লেডিস বিউটি পার্লারে ভেতরে লোক আছে ভেবে চোরের দল বাইরে থেকে দু’টি সার্টার দড়ি দিয়ে বেঁধে দেয়। এরপর এরা থ্রি জি মোবাইল সেন্টারের সার্টার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনাটি ঘটায়। দোকান মালিক মোঃ আজিম মিজি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পান, তার থ্রিজি ৮৫ টি মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে।
তিনি জানান, চুরের দল খালি বাক্সগুলো রেখে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের এই ৮৫ টি সেট নিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে শপথ চত্ত্বর সংলগ্ন সুমনের মালিকানাধীন মোবাইল হাউজ নামক দোকানের সার্টার ভেঙ্গে ফেলেছে। দোকান খুলে দেখতে পান ভেতরে মালামাল এলোমেলো হয়ে আছে। সুমন জানান, তিনি দোকানে রাতে কোন মালামাল রাখেন না। তার জন্য চোরের দল দোকানের কোন ক্ষতি করতে পারেনি। এই ঘটনায় চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোরশেদের নির্দেশে উপ-পরিদর্শক খালেকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।