চাঁদপুর: সোমবার ও মঙ্গলবার দুইদিনের বৃষ্টিপাতে চাঁদপুর সেচ প্রকল্পে (সিআইপি) জলাবদ্ধতা দেখা দিয়েছে। মেঘনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ২২ হাজার কিউসেক পানি নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন রায়পুর উপজেলার হাজীমারা স্লুইস গেইট দিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে বহু এলাকায় সদ্য রোপা ও বোনা আমন ফসল পানিতে ডুবে যাওয়াসহ বাড়িঘরে পানি ওঠায় জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় অনেক কৃষক জানান, দুই মাস আগে ৪/৫ দিনের টানা বৃষ্টিপাত হতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রকল্প এলাকায় প্রায় ১০০ কোটি টাকার সয়াবিন ফসল বিনষ্ট হওয়ায় ৯০ভাগ সয়াবিন চাষি নিঃস্ব হয়ে গেছে। আমন ফসল বিনষ্ট হলে কৃষকগণ আর্থিকভাবে সহজে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সিআইপির সম্প্রসারণ উপ-দর্শক জহিরুল ইসলাম জানান, রায়পুর উপজেলা, লক্ষ্মীপুর সদর (আংশিক), রামগঞ্জ, ফরিদগঞ্জ, হাইমচর ও চাঁদপুর সদর উপজেলা (আংশিক) নিয়ে গঠিত সিআইপির প্রকল্পে চলতি মৌসুমে ১৬ হাজার ৭শ’ হেক্টর বোনা ও রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। সিআইপির নির্বাহী কর্মকর্তা (যান্ত্রিক) মোহাম্মদ শওকত আলী জানান, মেঘনা নদীতে পানি বেড়ে যাওয়ায় ভাটার সময় হাজীমারা স্লুইস গেইট দিয়ে পানি নিষ্কাশনের সময় পাওয়া যাচ্ছে কম।
শিরোনাম:
রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।