চাঁদপুর: চাঁদপুরে নিখোঁজের চারদিন পর কলন্দার গাজী (৩৮) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কলন্দার বাড়ির পুকুর পাড়ে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বিষ্ণুপুর গ্রামের কলন্দার বাড়ির ছমির গাজীর ছেলে।
কলন্দার গাজীল ভায়রা ভাই আবদুল রহিম জানান, গত ৭ জুলাই রোববার রাতে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়।
চারদিন পর ওই বাড়ির পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে।
এক ছেলে এক মেয়ের জনক কলন্দার গাজী সাতবছর প্রবাস জীবন কাটিয়েছেন। গত একবছর আগে তিনি দেশে আসেন বলে জানান রহিম।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের অন্তরালে কী তদন্ত স্বাপেক্ষে বলা যাবে।