স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের একটি বিদ্যালয়ে ‘নিজামী মরে নাই’ লিফলেট বিতরণকালে পুলিশ এক শিক্ষককে আটক করেছে। রোববার দুপুরে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক রাশেদুর রহমান সংগীয় সদস্যদের নিয়ে জামায়াতে ইসলামী পরিচালিত চাঁদপুর সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কার্যালয়ের বিপরীত পাশে আল-আমিন স্কুল এন্ড কলেজে অভিযান চালান। এসময় কেতুয়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আবু সুফিয়ান (৪৩) কে ‘নিজামী মরে নাই’ শিরোনামে লিফলেট ছাত্রদের মাঝে বিতরণকালে তাকে আটক করা হয়। উপ-পরিদর্শক রাশেদুর রহমান জানান, এই বিদ্যালয়ের শিক্ষক হোস্টেলের সুপার কাম-টিচার আবু সুফিয়ান জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী। সে দীর্ঘ দিন ধরে গোপনে নিজামী মরে নাই এই ধরনের লিফলেট ছাত্রদের মাঝে বিতরণ করে আসছিল। খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আ:সবুর মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।