মিজান লিটন ॥
চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে ও ব্লকের আঘাতে যাত্রী বাহি লঞ্চ এম ভি সম্পা ডুবে গেছে। ঘটনাটি ঘটেছে, ইচলী লঞ্চ ঘাট সংলগ্ন স্থানে।
ঘটনাস্থলে গিয়ে প্রত্যদর্শী এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁদপুর-ঢাকা রূটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এম ভি সম্পা ইচলী ঘাটে ভিড়ানো ছিল। হঠাৎ রাতে প্রচন্ড গতিতে আসা ঝড়ো হাওয়ার কবলে পড়ে সম্পা লঞ্চটি, নদী পাড়ে থাকা ব্লকের আঘাতে তলদেশ ফুটা হয়ে লঞ্চটির বেশীর ভাগ অংশ নদীতে ডুবে যায়। এ সময় লঞ্চে থাকা স্টাফরা তাৎনিক টের পেয়ে ডুবে যাওয়া লঞ্চ থেকে কৌশলে বেড় হয়ে যায়।
খবর নিয়ে জানা যায়, গত প্রায় ৩০বছর পূর্বে এ লঞ্চটি নির্মান করা হয়ে ছিল। আগামী ১৬জুন লঞ্চটির ৩০বছর পূর্ন হবে। লঞ্চটির তলদেশ ব্যবহার অযোগ্য হওয়ার পড়েও লঞ্চ কর্তৃপ লঞ্চটিকে ঝুকিপূর্ন অবস্থার মধ্য দিয়ে যাত্রী পারা পার করে যাচ্ছিল। বর্তমানে যেখানে চাঁদপুর ও ঢাকার নৌ-পথে ২-ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচল করছে। সেখানে ১-ইঞ্জিনের এ লঞ্চটি যাত্রীদের জীবনের ঝুকির মধ্য দিয়ে চলাচল করে যাচ্ছিল। লঞ্চটি দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর পুনরায় গত কিছু দিন পূর্বে তলদেশ পরীা না করে চলাচল শুরু করে। যা সম্পূর্ন নৌ আইনে অপরাধ বলে জানান এ রুটে চলাচলরত অপর কয়েকটি লঞ্চের মাস্টাররা। চলন্ত অবস্থায় দুর্ঘটনা না ঘটায় যাত্রীদের প্রান হানি হয়নি। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্বাবনা ছিল।
এ ব্যাপারে চাঁদপুর বন্দর কর্মকতা ও উপ- পরিচালক মো: মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চটি নদীর কিনারেই ছিল। ঝড়ের কারনে তলদেশ ব্লকের আঘাতে ফুটা হয়ে যায়। যাত্রী ছিল না য়তি হয়নি। সম্পা লঞ্চের পরিবর্তে একই মালিকানাধিন তুতুল লঞ্চ চলার কথা রয়েছে।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।