স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল,বিপুল পরিমান জাটকাসহ ৫ জেলেকে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত আলুবাজার নৌ পুলিশের এএসআই কামরুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করে। জানা যায়, মেঘনা পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দেদারছে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন করছে। এ সংবাদের ভিত্তিতে আলুর বাজার নৌ পুলিশ অভিযান চালিয়ে জাল, মাছসহ জেলেদের আটক করে। আটককৃতরা হল, হাইমচর উপজেলার চরকাশেম বাংলাবাজার এলাকার মোঃ রফিকুল ইসলাম (২৬), রুহুল আমিন (২৫), খোরশেদ মিয়া (৩৫), হানিফ মাঝি (৩৫), আলামিন (২৮)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এসময় জব্দকৃত ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে দেয়।