শওকত আলী ঃ
ঘাট আছে, যাত্রী উঠানামা করে, ঘাট নিলাম হয় কিন্তু নদী তীর থেকে ঘাটের পন্টুন বিচ্ছিন্ন। মনে হতে পারে পরিত্যাক্ত। কিন্তু না। এটি বিআইডব্লিউটি’ তথা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষের ঘাট। নাম চাঁদপুরের কানুদী লঞ্চ ঘাট। প্রতিবছর ঘাট ইজারা দেয়া হলেও যাত্রী সেবা নেই এক কড়িও। উল্টো অতিরিক্ত টাকা দিতে হয় যাত্রীদের। মে মাসে ১লাখ ৬ হাজার টাকায় ঘাটটি ইজারা দেয় বন্দরকর্তৃপক্ষ। এ ঘাটে প্রতিদিন ১৪টি লঞ্চ থামে। বিশেষ করে চাঁদপুর-নারায়নগঞ্জ নৌ পথের লঞ্চগুলো এখানে যাত্রী নামায় এবং উঠায়। প্রতিদিন চার থেকে পাঁচ’শ যাত্রী উঠানামা করে ঘাট থেকে। বিশেষ বিশেষ সময়ে তথা ঈদ পূজা পার্বণে যাত্রী সংখ্যা প্রায় হাজার ছাড়িয়ে যায়। ঘাটে যাত্রীপ্রতি উঠতে নেয়া হয় ১০টাকা আর নামতে ৫টাকা। যদিও সরকার নির্ধারিত ফি হচ্ছে ৫টাকা। অথচ সেবা নেই এক টাকারও। ঝুঁকি নিয়ে ঘাটে যাত্রী উঠা নামা করায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর তীর থেকে অন্তত ৫শ ফুট দূরে পন্টুনটি ভাসছে। নদী তীরে একটি ট্রলার রাখা হয়েছে যাত্রী পন্টুনে পৌছে এবং নামিয়ে দিতে। এটি সরকারি অনুমোদিত ঘাট তা কোনোভাবেই বিশ^াস যোগ্য ঠেকে না। কোনো সিঁড়ি নেই, খুঁটি নেই, নেই কোনো সংযোগ সড়ক।
স্থানীয় বাসিন্দা ও যাত্রী মোঃ কালাম বেপারী, রহিম খা, দুলাল দাসসহ আরো অনেকেই জানান, আমাদের লঞ্চে উঠতে খুব কষ্ট হয়। তারপরেও ভোগান্তিরতো শেষ নেই বললেই চলে। ইজারাদার ব্যক্তিগত উদ্যোগে একটি ট্রলার দিয়ে নদীপাড় থেকে যাত্রী পন্টুন নিয়ে আসলে বিনিময়ে অতিরিক্ত টাকা দিতে হয়। দেখা যায় লঞ্চ পন্টুনে ভিড়েছে, তীরে যাত্রী দাঁড়িয়ে আছে কিন্তু ট্রলার বা নৌকা পন্টুন থেকে তীরে না আসায় যাত্রীরা লঞ্চে উঠতে পারছে না। একই ভাবে পন্টুন থেকে যাত্রীরাও ট্রলার বা নৌকার অপেক্ষায় থেকে দাঁড়িয়ে থাকে। এই ভাবেই দুর্ভোগের মধ্যে দিয়েই চলছে কানুদি লঞ্চ ঘাট।
ঘাট ইজারাদার প্রতিনিধি আলাউদ্দিন বাবু জানান, আমরা বারবার বন্দর কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছি কিন্তু ঘাট উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি। আমরা ব্যক্তিগত উদ্যোগে যাত্রীসেবা দিতে ট্রলার ভাড়া নিয়েছি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত যে টাকা নেয়া হয় তা ট্রলার ভাড়া মেটানোই অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরেও আমার সেবা দেয়ার চেষ্টা করছি।
বিআইডব্লিউটিএ’র চাঁদপুরের উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘাটের আয় লাখ টাকার মতো। কিন্তু আমাদের পক্ষ থেকে প্রায় দুই কোটি টাকার পন্টুন দেয়া আছে। এই একটা পন্টুনের জন্যে আর কি করার আছে বলে উল্টো প্রশ্ন ছুড়ে দেন তিনি।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।