মিজান লিটন॥ চাঁদপুরে পিতা কর্তৃক কন্যাকে চুরির অভিযোগ এনে মায়ের মামলা দায়ের। পুলিশ কর্তৃক ৩ দিন পর উদ্ধার। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাবুর হাট হোসেন পুর গ্রামের শহীদ পাটোয়ারীর কন্যা মহসিন পাটোয়ারী (২৭) গত ২ বছর পূর্বে হাজীগঞ্জ টোরাগড় গ্রামের সিরাজুল ইসলাম মিয়াজীর কন্যা শিউলি আক্তার (২৪) সাথে ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে যৌতুক নিয়ে কৌলাহের সৃষ্টি হয়ে পারিবারিক দ্বন্দ চলতে থাকে। এরেই মধ্যে গত ৮ মাস পূর্বে শিউলির ঘরে একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। তার নাম রাখা হয় তানিশা। শিউলি আক্তার হাজীগঞ্জ তার পিতার বাড়িতে বসবাস করে যাচ্ছে। গত শনিবার মহসিন পাটোয়ারী হাজীগঞ্জ তার শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়। গত রোববার মহসিন তার ৮ মাসের শিশু কন্যা তানিশাকে তার স্ত্রী শিউলিকে না বলে চুরি করে নিয়ে যায়। শিউলি তার সন্তান কে বিভিন্ন স্থানে খোজা খোজির পর জানতে পারে তানিশা তার পিতার বাড়ীতে বাবুর হাট এলাকার হোসেনপুরে অবস্থান করছে। মঙ্গলবার সকালে শিউলি সন্তান কে দেওয়ার জন্য তানিশার পিতার কাছে গিয়ে অনুরোধ জানায়। মহসিন তানিশাকে না দেওয়ায় শিউলি বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে একটি শিশু চুরি মামলা দায়ের করে চাঁদপুর মডেল থানায়। চাঁদপুর মডেল থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তানিশাকে মঙ্গলবার রাত ৯টায় উদ্ধার করে। এ সময় মহসিন তার বাড়ী থেকে পুলিশের আগমন টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ শিউলির সন্তানকে তার কাছে লিখিত রেখে বুঝিয়ে দেয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।