রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরের পুরান বাজার থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার রাত ভর পশ্চিম জাফরাবাদ এলাকার হাসান মেটাল ওয়ার্কশপে একদল সন্ত্রাসী অস্ত্রগুলো তৈরী করে । গোপন সংবাদে ভিত্তিতে ঈদের নামাজের পূর্বে পুলিশ ওই কারখানায় অভিযান পরিচালনা করে ১৫টি ক্রিজ, রাম দা আটক করে । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরীর লোকজন পালিয়ে যায় । সদর মডেল থানার উপ-পরিদর্শক ত্রিনাথ চন্দ্র জানান, ধারনা করা হচ্ছে ঈদের দিন নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকান্ড করার জন্যই অত্যাধুনিক দেশীয় অস্ত্র ক্রিজ তৈরী করা হচ্ছিল । সদর মডেল থানার অফিসার ইনচার্জ অলিউল্লাহ অলি জানান,এ ঘটনায় ওই ওয়ার্কশপ মালিক বিল্লাল খান ও বোমা বিল্লালসহ অজ্ঞাত ৪ জনের নামে সদর মডেল থানায় একটি মামলা হয়েছে