স্টাফ রিপোর্টার: ॥ পুরানবাজার পুলিশ ফাাড়ির ডিউটিরত ব্যবহারকৃত অটোরিক্্রা ভাংচুর করলেন মাদক বিক্রেতা ও সেবনকারীরা । এ সময় এস আই জাহাঙ্গীর,কনস্টেবল দেলোয়ার,হাবিব,মোস্তফাও চালক মরন আলীসহ ৫জন আহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে পুরানবাজার মধ্যশ্রীরামদী টিজি রোড এলাকায় ।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়,পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীর সহ কয়েকজন পুলিশ সদস্য ওই এলাকায় মাদক সেবনকারীদের ধরতে যায়। এ সময় টিজি রোড এলাকায় গুল্টিজাল ব্যবহারকারী হাফেজের ছেলে জেলে হাসান ও হোসেন সহ কয়েকজন মাদক বিক্রেতা এবং সেবনকারীরা সহ স্থানীয় মহিলারা পুলিশের গাড়ী দেখে ইটপাটকেল নিক্ষেপ করে । এক পর্যায় হোসেন অটোরিক্্রার আয়না ভাংচুর করে । তার সাথে সাথে ওই এলাকার মহিলারা ও পুলিশেকে উদ্দেশ্যকরে ইটপাটকেল নিক্ষেপ করে । এতে করে কমপক্ষে ৫জন পুলিশ সদস্য আহত হয়েছে।তবে এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি । খবর পেয়ে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর ছিদ্দিক ঢালী ঘটনাস্থলে ছুটে আসেন । খবর পেয়ে পুরানবাজার ফাড়ি পুলিশের অনন্য সদস্যরা ছুটে গেলে ওই এলাকার যুবকরা পালিয়ে যায়।
পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীরের সাথে এ বিষয়ে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান যারাই এই কাজ করেছে তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা। মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী প্রত্যেকেইকে আটক করা হবে ।
স্থানীয় পৌর কাউন্সিলর ছিদ্দিকুর রহমান ঢালীর সাথে আলাপকালে তিনি বলেন,আমি খবর পেয়ে এখানে ছুটে এসেছি । আসলো ঘটনাটি অত্যান্ত দুঃখজনক ।
শিরোনাম:
শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।