স্টাফ রিপোর্টার: চাঁদপুরে মঙ্গলবার সকালে ১৮দলীয় জোটের মিছিলে পুলিশের গুলিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৫০জন নেতা-কর্মী আহত হয়। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এবং আটকের ভয়ে অনেকেই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়। আহতদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হচ্ছে: রহমতপুর আবাসিক এলাকার সুমন (৩৪), জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ (৪৮), আল-আমিন (১৮), পৌর ৮নং ওয়ার্ডের জুনায়েদ (২৮), মাদ্রাসা রোডের বেলাল (২৮) এর সকলে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। এদের মধ্যে ৩জনকে ঢাকায় প্রেরণ করা হয়। অপরদিকে ছাত্রনেতা দোলন (১৮), যুবদলের আবুল বাশার (৩৫), গুনরাজদীর মো. সাদ্দাম হোসেন (২৮), পালপাড়ার যুবদল নেতা শাহেদুল ইসলাম শাহেদ, কোড়ালিয়া রোডের মমিন (৩০) শহরের হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসা নেয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আহতদের মধ্যে অনেকেই পুলিশের আটকের ভয়ে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে স্বজনদের কাছে আশ্রয় নিয়েছে। বাকী আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।