রফিকুল ইসলাম বাবু:
চাঁদপুরে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরের পর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী ভবনে জঙ্গিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পরারষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানসহ অতিথিবৃন্দ।