রফিকুল ইসলাম বাবু ॥
মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।২২ আগস্ট সোমবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশ বাহিনির উদ্যোগে ও পুলিশ সুপার শামসুন্নাহারের পরিকল্পনায় শহরের বাবুরহাটস্থ পুলিশ লাইন্স্ েএর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম। স্মৃতি স্মারক উদ্বোধন শেষে পুলিশ লাইন্সে দরবার হলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম বলেন জঙ্গিদের উদ্দেশ্য হলো ২টি। ১টি হলো দেশে খেলাফত প্রতিষ্ঠি করা এবং ২য় টি হলো বেহেস্তে যাওয়া। আমাদের মনে রাখতে হবে আল্লাহ না চাইলে আমাদের কারো পক্ষে বেহেস্তে যাওয়া সম্ভব না। জঙ্গিরা মানুষকে হত্যা করে বেহেস্তে যেতে চায়। বেহেস্তে যাওয়া এতো সহজ হলে তবে আমরা নামাজ পড়তাম না। সন্ত্রাসীদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন একটি গোষ্ঠি বলছে এদেশে আইএস আছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের মতো ভালো মানুষ আমাদের পাশে থাকলে জঙ্গিদের মূল উৎখাত করতে পারবো। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, জেহাদী যে ব্যখ্যাগুলোকে ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদে জঙ্গি বানাচ্ছে। চাঁদপুরের প্রশাসন-পুলিশ জঙ্গিবাদ বিরোধী কাজ করেছে।চাঁদপুরে সন্ত্রাস বা জঙ্গিবাদ নেই। সন্ত্রাস বা জঙ্গিবাদের যে ব্যাখ্যা সেখানে চাঁদপুর জেলা পরেনা। আমাদের মনিটরিংয়ে চাঁদপুরের চরাঞ্চলে জঙ্গিবাদের প্রশিক্ষন হয় না। এখানে কোনো প্রকার নাশকতা নেই। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চাঁদপুর অনেক ভালো অবস্থানে রয়েছে। জেলা অওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেন, জিয়াউর রহমানের মতো আরেক পেতাত্মা এরশাদ ক্ষমতায় এসেও বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধিদের ক্ষমতায় বসিয়েছে। জিয়ারউর রহমান বাংলাদেশকে পাকিস্থানি ভাবধারায় নিয়ে যেতে চেয়েছিলো। পরিকল্পিত ভাবেই তারা এসব কর্মকান্ড বাস্তাবায়ন করেছে। পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধ এম এ ওয়াদুদ।