শহর প্রতিনিধি-॥ চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড ও যমুনা রোড এলাকায় পৃথক ২টি সন্ত্রাসী হামলায়, দেশী অস্ত্রের আঘাতে ৬ জন রক্তাক্ত জখম ও ১০ জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, গতকাল সোমবার দুপুর প্রায় ২টার দিকে শহরের যমুনা রোড এলাকায় ছোট ভাইকে সন্ত্রাসী একটেল রাজু কর্তৃক পিটানোর প্রতিবাদ করায়। একটেল রাজু, রুবেল, নেয়ামত, ভুট্টু সহ ১৫-২০ জনের ১টি সন্ত্রাস বাহিনী রেলওয়ের কাব রোডের হাশিম তালুকদারের পুত্র মামুন তালুকদার (২০) কে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মামুন পার্শ্ববতী পুকুরে লাফিয়ে পড়ে প্রাণে রা পায়। বর্তমানে তাকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দিকে গতকাল রোববার রাত প্রায় ১০টার দিকে ১টি সিম কার্ড হারানো কে কেন্দ্র করে ১টি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র কোড়ালিয়া রোডের শাহ আলম দেওয়ানের বাড়ীতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সর্জ্জিত অবস্থায় হামলা চালিয়ে বাড়ীর লোকজনকে কুপিয়ে ৫জনকে রক্তাক্ত জখম করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় অপর ১০ জন মারাত্মক ভাবে আহত হয়। রক্তাক্ত জখম জহির হোসেন (১৫), মুরাদ হোসেন (১৪) শাহ আলম দেওয়ান (৪৫), জীবনী বেগম (৪০) ও জোসনা (৩৮) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সময় সন্ত্রাসী বাহিনী মহিলাদের শরীরে থাকা স্বর্ণালংকার চিনিয়ে নেয় এবং বাড়ীতে লুটপাট করে মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।