স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে প্রেম প্রত্যাখ্যান ও বিয়েতে রাজি না হওয়ায় বখাটে যুবকদের ভয়ে ৭ম শ্রেণীর ছাত্রী তানিয়ার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে। সে গত ৫-৬ মাস যাবত বিদ্যালয়ে যেতে পারছেনা বখাটেদের উত্যক্তের কারনে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় তানিয়ার পিতা একটি অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে। বখাটেদের গডফাদারের উক্তি বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি। বর্তমানে পরিবারটি মারাত্বক নিরাপত্তা হীনতায় রয়েছে।
সরোজমিনে এলাকাবাসী ও তানিয়ার মা আছমা বেগমের সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমার মেয়ে তানিয়া শহরের লেডী প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ক শাখার ছাত্রী। তার রোল ১৫। গত প্রায় ১বছর যাবত কোড়ালিয়া গাজী বাড়ির একদল বখাটে যুবক সব সময় উত্যক্ত করতো। তানিয়াকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দেয়। তানিয়া প্রত্যাখান করায় গত প্রায় ৬মাস পূর্বে তানিয়া বিদ্যালয়ে যাওয়ার সময় রিক্সা থেকে নামিয়ে কোড়ালিয়া এলাকায় দু’বার শ্লীলতাহনির চেষ্টা করে। ঘটনার পর তানিয়ার পিতা কাজী বাকের হোসেন এলাকার জনৈক শাহাদাত হাওলাদারকে জানালে সে বিচার করবে বলে কালক্ষেপন করে। বখাটেদের উত্যক্ত করা ও তাদের ভয়ে তানিয়া গত ৫-৬মাস যাবত বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। যার ফলে তার শিক্ষা জীবন ডেকে যাচ্ছে কালো মেঘে। গত সোমবার ৩ অক্টোবর তানিয়ার মা আছমা বেগম তানিয়াকে কোড়ালিয়া রোডস্থ ছৈয়াল বাড়ি এলাকায় তার ভাই জাকির হোসেনের বাসায় রেখে অন্যত্রে যায়। এ খবর পেয়ে বখাটে যুবক দেশীয় অস্ত্র সহ দলবল নিয়ে তানিয়ার মামার বাড়িতে গিয়ে মামির সামনে তানিয়াকে জড়িয়ে ধরে। তানিয়া ডাক চিৎকার দিলে সে যুবক পালিয়ে যায়। তাৎক্ষনিক এলাকার ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংসার প্রস্তাব দিয়ে অভিভাবকদের শান্ত করে। পরে কোন বিচার না পেয়ে তানিয়ার বাবা-মা এলাকার শালিশদের কাছে বিষয়টি অবগত করেন। এ খবর জানতে পেরে শালিশদের কাছে সরনাপন্ন হয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর হবে না। এ জন্য ৩শ’ টাকার ষ্ট্যাম্পে মোচলেকা দিবে বলে এলাকার শালিশদের কাছে অঙ্গিকার করেন। গত ৬দিন পরও এর কোন সুরাহ না হওয়ায় বাধ্য হয়ে তানিয়ার পিতা কাজী বাকের হোসেন তার মেয়ে ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিগত দিনের ঘটনা উল্লেখ করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেছেন বলে তানিয়ার মা জানান।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যা ওলীর সাথে মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে দেখবো।