পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামী করে মামলা
চাঁদপুরে বঙ্গবন্ধু সড়কে টেংক লরি থেকে ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত টিম গঠন
রফিকুল ইসলাস বাবু॥
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে শহর ছাত্রলীগ সভাপতি সোহেল আহমেদের সেলিনা ভবনে লরি থেকে অগ্নিকান্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। শুক্রবার চাঁদপুৃরের জেলা প্রশাসক মো.আবদুস সবুর মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাসুদ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করেন। আগামী ৭দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্শেদ দেওয়া হয। এই তদন্ত কমিটির অন্যা সদস্যরা হচ্ছেন চাঁদপুর সদর পুলিশ সুপার সার্কেল মো.নজরুল ইসলাম ও চাঁদপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক রতন দত্ত।
এদিকে শুক্রবার চাঁদপুর মডেল থানায় এই অগ্নিকান্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে আহত ৬জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনার পর আহত ৬ জনের মধ্যে ২জন তেল ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে মো.রায়হান(২৩) ও লরির হেলপার নূর মোহাম্মদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। চাঁদপুর সদর পুলিশ সুপার সার্কেল মো.নজরুল ইসলাম বলেন,এ ঘটনার পর আমরা বাড়ির মালিক সোহেল আহমেদকে থানায় ডেকে এনে ব্যাপক জিঙ্গাসাবাদ করি। এতে দেখা যায়,বাড়িট অগ্নিকান্ডে আহত তেল ব্যবসায়ীর সাথে শুধু দোকানের জন্য সোহেল আহমেদেও বাড়ি ভাড়ার চুক্তি হয়। এছাড়া বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিয়ে মিজানুর রহমান আবাসিক ভবনে তেল ব্যবসা করে আসছেন। বুধবার রাত সাড়ে ১২টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত যমুনা অয়েল কোম্পানীর একটি লরি থেকে পাইপ দিয়ে ওই ভবনের ড্রামে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় তেল সরবরাহকালে হঠাৎ গাড়িতে বিকট শব্দ হয়ে তেলের ট্যাংক লরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা তিনতলা বিশিষ্ট ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। তিনতলা ভবনের নিচতলায় অকটেন, ডিজেলের বেশ কিছু তেলের ড্রামে ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে। তাৎক্ষনিক ঘটনা স্থল থেকে দেড়শ গজ দুরে থাকা চাঁদপুর ফায়ার স্টেশন থাকায় সাথে সাথে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সাভিসের ৫টি ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্যাংক লরি থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বর্তমানে তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), তেলের ট্যাংক লরির চালক বাদশা মিয়া (৫০), হেলপার মাসুদ হোসেন (২৮) ও বেলাল হোসেন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।