স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে ছিদ্দিকুর রহমান (৫০), বালিয়া ইউনিয়নে রবিনা বেগম (২৫) ও হাইমচর উপজেলায় ইয়াছিন ছৈয়াল (৩৫) নামে ৩ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরো ৩জন। রবিবার (১২ জুন) ভোর ৬টায় ছিদ্দিক এবং দুপুর ১২টায় রুবিনা, ইয়াছিনের চিকিৎসারত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে ও ইব্রাহীমপুর ইউনিয়নের সচিব শাহিন খান জানান, শনিবার (১১ জুন) দিবাগত রাতে নদীতে মাছ ধরা অবস্থায় আহত হন ছিদ্দিকসহ ৪জন। স্বজনরা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ছিদ্দিকের মৃত্যু হয়। অপরদিকে রুবিনা ও ইয়াছিন রাতে আহত হলে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারা দু’জন রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রুবিনা বেগম সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ এলাকার সোহেল মিজির মেয়ে। ছিদ্দিকুর রহমান সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের সফিক বরকন্দাজের ছেলে। ইয়াছিন হাইমচর উপজেলার হামইচর ইউনিয়নের জহির আলী গাজীর কান্দির কাশেম ছৈয়ালের ছেলে।
আহতরা হলেন: চরফতেজংপুর গ্রামের বশির ঢালীর ছেলে নাছির ঢালী (৩০), সাত্তার দেওয়ানের ছেলে মুসলিম দেওয়ান (৪০) ও মাহবুব দেওয়ানের ছেলে জয়নাল দেওয়ান (৪৫)। তারা বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওমর ফারুক ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সরোয়ার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।