চাঁদপুরে বন্দুক গুলি ও ইয়াবাসহ এক জনকে আটক করেছে ডিবি পুলিশ
রফিকুল ইসলাম বাবু ঃ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রাম থেকে ইয়াবা, বন্দুক ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। পশ্চিম সকদী গ্রামের ঘোষ বাড়ির শহীদ উল্যাহ খানের ছেলে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৫)কে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ২৭ এপ্রিল আটক করেছে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সকদী এলাকার তার বাড়ির সামনে অবস্থান করে মাদক বিক্রি করাকালে লোকজন তাকে বাঁধা দেয়। তখন তার কাছে থাকা একটি অস্ত্র দিয়ে গুলি করার ভয় দেখায় এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দুপুরে ওই স্থানে উপস্থিত হয়ে স্থানীয় লোকজন ঘিরে থাকা স্থান থেকে দেলোয়ার হোসেন দেলু খানকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী করে পরিহিত বস্ত্রের নিচে কোমর থেকে দেশীয় তৈরি সচল এলজি উদ্ধার করা হয়। ৪টি বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়। প্যাকেট ভর্তি অবস্থায় ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করে।