রফিকুল ইসলাস বাবু ॥
চাঁদপুরে বাগাদী গণি উচ্চ বিদ্যায়লয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাথী আক্তার (১৩) মুত্যুর পর থেকে অহসায় পরিবারটিকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে অভিযুক্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলাউদ্দিনের বোন জামাই মেম্বার এছহাক। একদিকে মেয়ের মৃত্যুর শোক অন্যদিকে আর্থিক অনটন সাথে বিভিন্ন অপপ্রচারে দিশাহীন সাথী আক্তারের পরিবার। কোন সান্তনাই সাথীর মা, বাবা ও বোনদের কান্না থামাতে পারছে না। শিক্ষক আলাউদ্দিন গ্রেফতার হলেও তার লোকজন ও স্কুলের কিছু শিক্ষক সাথী আক্তারের পরিবারকে বিভিন্ন ভাবে নাজেহাল করছে। স্কুল পরিদর্শণে শিক্ষা সচিব আসলে এলাকার লোকজন যেন কোন প্রকার মানবন্ধন বা সভা না করে তার জন্য স্কুলের শিক্ষার্থী ও এলাকার যুবকদের হুমকি দিচ্ছে মেম্বার এছহাস। বৃহস্পতিবার সকালে শিক্ষা সচিব সাথী আক্তারের পরিবারের সাথে সাক্ষাৎ ও বিদ্যালয় পরিদর্শণ করবেন। এব্যাপারে সাথীর বাবা দেলোয়ার হোসেন তালুকদার বলেন, আমি রোজ কাজ করি তা দিয়ে কোন মতে খেয়ে পরে তিনডা মাইয়ারে মানুষ করার স্বপ্ন ছিল। মাইয়াডার শোকে এখন আমি ঠিক মতো উইঠা দাড়াইবার পারছিরনা। কি করে কাজে যামু। আমার প্রতিদিন ২৫০ টাকা কিস্তি দিতে হয়।সাথীর মা চায়না বেগম বলেন, এলাকার এসহাক মেম্বার তার শালা আলাউদ্দিন শিক্ষকরে বাঁচানের লিগা আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে । আমার স্বামী নাকি দুই বিয়া করছে সাথী নাকি আমার সৎ মাইয়া তাই আমরা তার সাথে ভালা ব্যবহার করতাম না। আমি আমার মাইয়ার হত্যার বিচার চাই। সাথী আক্তারের বোন তাসলিমা আক্তার অনবরত কান্ন জড়িত কন্ঠে বলতে থাকেন আমার বোনটা অপমান সইতে না পাইরা মইরা গেল। আল্লায় যেন এ জালিম শিক্ষকগো বিচার করে। তারা জীবনে কখনো শান্তি পাইবো না।এলাকার কিছু যুবক ও মুরব্বিরা বলেন, আমারা শুনতে পাইছি বৃহস্পতিবার ঢাকা থেকে বড় অফিসার আইবো। তাই আমরা স্কুলের সামনে মানবন্ধন করবো। কিন্তু এছহাস মেম্বার তার লোকজন দিয়া জানাইছে কোন মানবন্ধন ও মিটিং হইলে এলাকায় কোপাকোপি হইবো।সাথী আক্তারের মৃত্যুর তৃতীয় দিনে স্কুলে গিয়ে দেখা যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানকে প্রধান করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগমসহ ৩ সদস্যদের তদন্দ কমিটি স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকার বক্তব্য লিখিতভাবে নিচ্ছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তদন্ত টিমের সদস্য এস আই মাহবুবুর সাথীর মৃত্যুর পর থেকেই স্কুলে এসে সকল শিক্ষদের বক্তব্য লিপিবদ্ধ করছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান জানান আমেরিকান প্রবাসী বাঙ্গালী কউিনিটি (চাঁদপুর) সাথীর আক্তারে কোন বোন যদি পড়াশোনা করে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে তারা তার দায়িত্ব নিবে।