স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাস এই আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৭ জুলাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার দায়ের প্রতিবাদে মতলব বাজারে মিছিল বের করে বিএনপি। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।
এই ঘটনায় ওই দিনই মতলব দক্ষিণ থানার উপ পরিদর্শক তপন কুমার দাস বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এই মামলায় ৩৪ জন জামিনের জন্য আদালতে যান। এরমধ্যে অসুস্থ থাকায় ৬ জনের জামিন মঞ্জুর এবং অন্য ২৮ জনের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।