চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির বহিষ্কৃত নেতা এমএ হান্নানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে তিনি দলীয় সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার মধ্য রাতে ফরিদগঞ্জ থানায় হাজির হয়ে এমএ হান্নান এই ডায়েরি করেন।
এতে এমএ হান্নান অভিযোগ করেন, সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপে গিয়ে তিনি সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ সম্পর্কে কিছু কথা বলি। এমনকি আগামী নির্বাচনে তাকে ভোট না দিতেও উপস্থিত লোকজনকে অনুরোধ করি। এর প্রেক্ষিতে গত ১৩ ও ১৪ অক্টোবর বিভিন্ন মাধ্যমে সংসদ সদস্য আমাকে হুমকি ধমকি প্রদান করেন। এতে আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত। তাই আমি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আইনগত সহায়তা প্রত্যাশা করছি।
এ বিষয় শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, অভিযোগটি তদন্তের জন্য এসআই অলোক বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগ সম্পর্কে বিএনপির বহিস্কৃত নেতা এমএ হান্নান বলেন, বিগত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমার সঙ্গে লায়ন মো. হারুনুর রশিদের বিরোধ চলছে। কারণ, ওই নির্বাচনে আমি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থিতা লাভ করি। কিন্তু নির্বাচনের ১০ দিন আগে কোন এক অদৃশ্য কারসাজিতে আমার প্রার্থিতা পরিবর্তন করা হয়। এই নিয়ে আমি আদালতের আশ্রয় নিই। তিনি দাবি করেন, এই নিয়ে মামলা আদালতে বিচারাধীন আছে।
এদিকে, সাধারণ ডায়েরি সম্পর্কে সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেন, এটি শুধু আমার বিরুদ্ধেই নয়, বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। এমএ হান্নান ঘোলাপানিতে মাছ শিকারে সরকারের এজেন্ট হয়ে এখন দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত করছেন।