চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরে দু’বিএনপি কর্মীর স্বরণসভা চলাকালে বিএনপির দু’গ্রপের মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংর্ঘষে ২ পুলিশসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।এ ঘটনায় ৬ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে চাঁদপুর হাসান আলী মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ার সেল ও ১০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) সাইদ আলম, কনেস্টাবল মো. হান্নান আহত হয়। অন্যান্য আহতদের নামপরিচয় প্রথমিকভাবে জানা যায়নি। তবে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী জানান, গত বছরের ২৯ জানুয়ারি বিএনপির গণ মিছিলে বিএনপির দু’কর্মী নিহত হয়। এ উপলক্ষে মঙ্গলবার জেলা বিএনপি স্বরণসভার আয়োজন করে।
স্বরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি ও যুগ্ম মহসাচিব বরকত উল্লা ভুলুসহ আরও অনেক কেন্দ্রীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বরণসভা চলার এক পর্যায়ে চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মঞ্চে ওঠেন। এসময় মঞ্চে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এবং ধাওয়া পাল্টা ধাওয়া চেয়ার টেবিল ভাঙচুর ও মঞ্চে আগুন ধরিয়ে দেয় একাংশের নেতাকর্মীরা।
এ ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যে কোনো সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কে আছে শহরবাসী।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।