চাঁদপুরে বিএনপি’র দু’গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া পুলিশসহ আহত ২০ ।
chandpur photoরফিকুল ইসলাম মিয়াজী : চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন নিয়ে বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক ও সফিকুর রহমান ভূঁইয়া গ্রুপের মধ্যে তুমূল ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ, পথচারীসহ বিএনপির ২০জন নেতা-কর্মী আহত হয়। আহতরা হলো: যুবদল নেতা আলীম আল রাজী কবির, মনির খন্দকার, সেলিম পাটওয়ারী, ছাত্রদল নেতা ইউছুফ মিয়াজী, জুয়েল দেওয়ান, শাহজাহান, বিপ্ল্লব। এরা সকলে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পুলিশ সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে শাহাদাত (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী পালন কালে জেলা বিএনপির কার্যালয় ঘিরে দু’পক্ষ অবস্থান নিতে চাইলে মানিক গ্রুপ লাঠি মিছিল বের করে। অপরদিকে নতুন বাজার থেকে সফিক ভূঁইয়া গ্রুপও লাঠি সোটা নিয়ে নিয়ে দলীয় কার্যালয়ের দিকে মিছিলসহকারে আসতে চাইলে প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা ধর ধর বলে ধাওয়া করলে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ঘন্টাব্যাপী দূ’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করা হয়। চেয়ারপার্সনের কারামুক্তি দিবস উপলক্ষ্যে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে চিত্রলেখা মোড়ে পথ সভায় মিলিত হয়। উল্লেখ্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সফিকুর রহমান ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় সোমবার সন্ধ্যার পর থেকে শহরে বিএনপির এক গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে মানিক ও সফিক ভূঁইয়া গ্রুপ মঙ্গলবার দলীয় কার্যালয় ঘিরে চেয়ারপার্সনের কারামুক্তি দিবসের মিছিল সমাবেশ আহবান করে। বিপুল সংখ্যক পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে আগে ভাগেই অবস্থান নেয়। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত্ম বিএনপির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারও যে কোন রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।