চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে বিএনপি-জামায়াতের দেড়শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাদী হয়ে মামলাটি করেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ’ জনকে আসামি করা হয় এ মামলায়।
নামধারী আসামিরা হলেন, রুহুল কুদ্দুস সোহাগ (২৩), আ. হান্নান (৩০), মো. জোবাইর হোসাইন (২২), মো. সাইফুল ইসলাম মিজান (২১), মো. মুসলিম সাইফুল (২৩), সাব্বির আহম্মেদ (১৭), মো. রাসেল (১৪), হোসাইন শেখ (১৬), মইনুল ইসলাম প্রান্ত (২৬) ও মো. সানাউল্লা (২২)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোরশেদ জানান, ১৮ দলীয় জোটের হরতালের শেষ দিন মঙ্গলবার পুলিশের কাজে বাধা দেওয়ায় এ মামলা করা হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করে কোর্টে চালান করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের চিত্রলখা মোড়ে বিএনপি-জামায়াত জোট নেতা-কর্মীরা রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুরের চেষ্টা, উস্কানিমূলক স্লোগান দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিলে হরতালকারীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।