স্টাফ রিপোর্টার ॥
মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে সরকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তি করণ কার্যক্রম হাতে নিয়েছে। এরই লক্ষে চাঁদপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তি করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত করীমের আয়োজনে সদরের কয়েকটি পুকুরে ৬শ’ ৬৬ কেজি বিভিন্ন প্রাজাতি মাছের পোনা অবমুক্ত করা হয়। চরমেশাবিল, এতিম খানা পুকুর ও চাঁদপুর মডেল থানার পুকুরে এ পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, এতিমখান কর্মকর্তা নাজমা বেগম সহ সমাজ সেবা কর্মকর্তা ও রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত করীম জানায়, আমরা ১হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা চাঁদপুর সদরের বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করবো।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।