শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামে বিরল আকৃতির শকূনকে এলাকার যুবকরা ধরে আটক করেছে। আজ সোমবার সকাল ১০ টায় উত্তর বালিয়া গ্রামে হঠাৎ করে আকাশ থেকে উড়াল দিয়ে নিচে এসে আবুল খায়েরের পুকুরে মাছ খেতে নামে। এসময় এলাকার যুবকরা দেখতে পেয়ে শকূনটিকে আটক করে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সে সময় উত্তর বালিয়া গ্রামের ওলিউল্লা শেখের ছেলে সেনা সদস্য হুমায়ান কবির শেখ দেখতে পেয়ে যুবকদের হাত থেকে শকূনটিকে রক্ষা করে নিজের বাড়িতে নিয়ে আসে। পরে চাঁদপুর মডেল থানাকে ঘটনাটি জানায়। খবর পেয়ে চাঁদপুরে কয়েকজন সাংবাদিক সেখানে গিয়ে উপস্থিত হয়। জানা যায়, শকূন এক ধরনের প্রাণী। তারা মৃত জীব জন্তু খেতে দেখা যায়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর গন হত্যার সময় মুক্তিযোদ্ধা ও সাধারন মানুষের মৃত দেহ বিভিন্ন জায়গায় পড়ে থাকা অবস্থায় এই শকূনরাই খেয়েছে। শকূন দেখলে সেই বর্বরতার দৃশ্যকে মনে করিয়ে দেয়। সেনা সদস্য হুমায়ান কবির শেখ সেই শকূনটিকে উদ্ধার করে তার বাড়ির ছাদে নিয়ে বেঁধে রেখেছে। প্রানি সম্পদ বিভাগ বিরল আকৃতির শকূনকে উদ্ধার করে সেটি সাফারি পার্কে সংরক্ষন করতে পারে বলে হুমায়ান কবির জানিয়েছে। এই শকূনটিকে দেখার জন্য এলাকার শত-শত মানুষ এসে ভিড় জমায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।