প্রতিনিধি ॥ চাঁদপুরে বিশ্বমানবাধিকার দিবস উপলক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনবিার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে চাঁদপুর-কুমিল্লা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন ও জাতীয় মানবাধিকার সোসাইটি এসব কর্মসূচীর আয়োজন করেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ এন্ড ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক বিল্পব সরকারের সভাপতিত্বে র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন আসক চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম.এম. সফিকুর রহমান, আসক লিগ্যাল এইড আইনজীবী এম.এম. হালিম পাটওয়ারী।
জাতীয় মানবাধিকার সোসাইটি চাঁদপুর জেলা শাখার সভাপতি এম.এম. কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মানবাধিকারী কর্মী মনির খান, মাইনুল ইসলাম মানিক, সোহেল রানা প্রমূখ। বক্তারা বার্মার নির্যাতিত মুসলমানসহ সকল মানবাধিকার লঙ্গনকারীর বিরুদ্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান।