স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরে বোমা বিস্ফোরনে আল-আমিন (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে এবং ঢাকায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনার জের ধরে চাঁদপুরে আল-আমিন (১৮) ও ফজলে রাব্বি (১৮) নামে ২ যুবককে দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে মাথা, হাত ও শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহত আল-আমিন (১৮) কে মূমূর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনাগুলো ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে। এ দুটি ঘটনায় চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, শহরে নিশি বিল্ডিং এলকা দিয়ে অটোরিক্সা যোগে যাচ্ছিলো মাদ্রাসার ছাত্র আল-আমিন (১৫)। হঠাৎ রাত সাড়ে ৮টায় দূর্বৃত্তরা অটোরিক্সাকে লক্ষ করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় অটোতে থাকা ৪-৫জন যাত্রী মারাত্বক ভাবে বোমার আঘাতে আহত হয় বলে আল-আমিনের পিতা দেলোয়ার হোসেন জানান। এদের মধ্যে মাদ্রাসা রোড টিলা ভাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আল-আমিনের একটি হাত বোমার স্প্রিন্টারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। এ ছাড়া তার মুখ মন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক রক্তাক্ত জখম হয় বোমার স্প্রিন্টারের আঘাতে।
অপরদিকে ঢাকায় ক্রিকেট খেলা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন (১৮) ও ফজলে রাব্বি (১৮) কে একদল সন্ত্রাসী প্রকৃতির যুবক মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ঢাকার তেজগাঁও কুডিপাড়ায় ক্রিকেট খেলা নিয়ে চাঁদপুর শহরের মাদ্রাসারোড এলাকার আয়নাল হকের ছেলে বাবুকে যমুনা রোড এলাকার একদল যুবক ঈদের পূর্বে ঘরের দরজা বন্ধ করে বেদম মারধর করে। তখন ওই ঘটনার প্রতিবাদ করে আল-আমিন ও ফজলে রাব্বি। তারই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় যমুনা রোড এলাকার আল-আমিন ও রাব্বিকে একা পেয়ে ৮-১০জন সন্ত্রাসী প্রকৃতির যুবক দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে মাথায় ৫-৬টি কোপ দেয় ও হাতের দু’টি আঙ্গল কেটে ফেলে। আল-আমিনকে রক্ষা করতে এলে রাব্বিকেও ওই যুবকরা হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আল-আমিনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার বিপ্লব দাস তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। এ ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি।
অন্যদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শাহ আলম (১৮) নামের এক যুবককের মাথায় কুপিয়ে রাক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চর রাগব রায় এলাকায়। আহত শাহ আলম ফরিদগঞ্জ চর রাগব রায় এলাকার হবিবুর রহমানের ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।