স্টাফ রিপোর্টার:
মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত। এ উপলক্ষ্যে চাঁদপুরে ব্যস্ত মিষ্টান্ন জিলাপী তৈরীর কারিগররা।
রবিবার বিকেলে শহরের পালবাজারের মিষ্টান্ন বিক্রেতা কয়েকটি দোকানের কারিগররা ব্যস্ত জিলাপী তৈরী করছে এবং তৈরীকৃত জিলাপী দোকানের অন্যান্য লোকজন চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে সরববরাহ করতে দেখা যায়।
ঘোষ কেবিনের কারিগর বিদ্যু ঘোষ জানায়, এ দোকানে প্রতিদিন প্রায় ৪০কেজি জিলাপী তৈরি করা হয়। ধর্মীয় ও উল্লেখযোগ্য দিনগুলোতে বেশী জিলাপী তৈরী করা হয়। আজ শবে বরাত উপলক্ষ্যে এই পর্যন্ত প্রায় ৮শ’ থেকে ৯শ’ কেজি জিলাপী তৈরী করা হয়েছে।
ঘোষ কেবিনের মালিক খোকন জানায়, এখানে ৪টি দোকান রয়েছে। সকলেই ক্রেতার চাহিদা অনুযায়ী পরিমান মত জিলাপী সরবরাহ করছে। জিলাপী কেজি প্রতি মাত্র ৬৫ টাকা করে বিক্রয় করছে। শবে বরাতসহ অন্যান্য ধর্মীয় দিনগুলোতে বিক্রয় বৃদ্ধি পায়।
জিলাপী ক্রয় করতে আসা আবুল হোসেন জাকির, মাহবুব, তাফাজ্জল ও মহিনসহ কয়েকজন জানায়, মৃত পিতা-মাতা, আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা ও বিভিন্ন সমস্যায় নিজ এলাকার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করবেন।