শরীফুল ইসলাম ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় গতানুগতকি শিক্ষার পরিবর্তে বাস্তবমুখী ও বিঞ্জান সম্মত আধুনিক ডিজিটালাইজ্ড শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে চালু হচ্ছে অক্সফোর্ড মডেল স্কুল। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফরম সগ্রহ কারা যাবে। এবং ২ জানুয়ারী সকাল ৯ টায় কেজী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পরিক্ষার মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু হবে। পরিক্ষায় অংশকারীকে ৩ জানুয়ারী ফলাফল জানিয়ে দেওয়া হবে। অক্সফোর্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক রাহেলা বেগম বলেন, বাংলাদেশে এখন প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে কিন্তু পড়া লেখার মান ভাল না থাকার কারনে শিক্ষার্থীরা পড়া লেখায় পিছিয়ে পড়ছে। তাই আমরা অনান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অক্সফোর্ড মডেল স্কুলের লেখা পড়া একটু ব্যাতিক্রমধর্মী করা হয়েছে। আমরা শিক্ষার্থীর জন্য সর্বদা চেষ্টা করবো তারা যেন এখানে লেখা পড়ার মাধ্যমে ভাল ফলাফল করতে পারে। আমরা এই স্কুলে সকল শিক্ষার্থীর জন্য কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা করেছি, ২জন করে শিক্ষক ধারা পাঠদান ও ক্লাসে নিরাপত্তার জন্য সিসি টিভির ব্যবস্থা। তাই নতুন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের সহযোগীতা মাধ্যমে শিক্ষার্থীতে ভাল কিছ ু দেওয়া আমাদের লক্ষ্য।