চাঁদপুর: চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন সংলগ্ন গোডাউনে শুক্রবার ১১টায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গোডাউনে কানায় কানায় ভর্তি করে রাখা মৎস্য ব্যবসায়ীদের ককসিট ও গোডাউনের টিনের চাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোরশেদ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আহম্মদ ও ফরিদা ইলিয়াছ পুড়ে যাওয়া গোডাউন পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, কেউ কোনো সিগারেট বা ম্যাচের কাঠি ফেলে দেয়ার ফলে আগুনের সূত্রপাত। পুড়ে যাওয়া ককসিটগুলোর মূল্য প্রায় দুই লাখ ও গোডাউনে অাগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা বলে জানান।
চাঁদপুর রেলওয়ের এসএই (কার্য) জাহান শরীফ জানান, রেলওয়ের গোডাউনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মৎস্য ব্যবসায়ীরা এ মালামাল রেখেছে। তিনি বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।