চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের শপথ চত্বর কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর সিভিল সার্জন ডাঃ এএসএম আঃ ছাত্তার মিয়া। তিনি নিজ হাতে কয়েকজন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাইয়ে দেন। উদ্বোধন শেষে এ কেন্দ্রটি পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ। সিভিল সার্জন গতকাল সারা দিন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তবে তার সাথে আলাপ করে জানাগেছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরনের সমস্যা ছাড়াই শিশুরা এ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেয়েছে। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত শিশুদের মধ্যে কি পরিমাণ শিশুকে ভিটামান খাওয়ানো হয়েছে, তার তথ্য পাওয়া যায়নি। তবে পরবর্তীতে তা জানানো হবে। তবে পুরো জেলায় লক্ষ্যমাত্রা ছিলো প্রায় ৪লাখ শিশু। শহরের বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কেন্দ্রগুলোতে বাচ্চাদের বেশী ভিটামিন খেতে দেখা যায়। মহল্লা ভিত্তিক কেন্দ্রে ধীর গতীতে শিশুরা ভিটামিন এ প্লাস খেতে আসে। শহরের রহমতপুর আবাসিক এলাকার উদয়ন কাবের কেন্দ্রে ভিটামিন খেতে আসা শিশু মানসুর আহমেদ মিরাজকে জিজ্ঞাসা করা হয়, তুমিকি ভিটামিন খেয়েছো। সে খুব দ্রুত বলে আমি ভিটামিন খাইছি। অনলাইন পত্রিকা বাংলা নিউজ২৪ সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রথমবারের মতো সাড়ে পাঁচ কোটি শিশুকে আরও চারটি রোগের টিকা দেওয়া হবে। হাম, রুমেলা, মিছেল ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে এ টিকা দেওয়া হবে। এর আগে একসাথে এত শিশুকে টিকা দেওয়া হয়নি। এত বড় বাজেটের প্রোজেক্ট বাংলাদেশে আসেনি। আন্তর্জাতিক লায়ন্স সংস্থা এমআর প্রোজেক্টের আওতায় ৬’শ ৮৩ কোটি টাকা ব্যয়ে এ টিকা সরবরাহ করছে। ৯ মাস থেকে ১৫ বছরের বয়সীদের এ টিকা প্রদান করা হবে। এ টিকা প্রদানের ফলে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশে চারটি রোগে ৪৫ শতাংশ মৃত্যুর হার কমে যাবে। ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে সারাদেশে এক যোগে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা, এতিমখানাসহ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। বাংলাদেশ সরকার ও ১’শ ১০টি লায়ন্স কাবের ৪৩০১ জন সদস্যের সহায়তায় এ টিকা প্রদান করা হবে। দি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব লায়ন্স কাব সূত্রে এ তথ্য জানা গেছে।
শিরোনাম:
বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো শিশুদের
আরও সংবাদ
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
ফেইক নিউজ! পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ।
অনলাইন চাঁদপুর নিউজ যা www.chandpurnews.com এবং facebook.com/onlinechandpurnews এই দুটি লিংক হতে প্রচারিত হয়। যেখানে ফেসবুক এ... বিস্তারিত
শ্রমজীবীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করলেন চেয়ারম্যান…
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে বাবুরহাটের মতলব রোড ও চাঁদপুর... বিস্তারিত
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে মারা গেলেন অটোচালক
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।