
স্বল্প সময়ে জনগনের মাঝে সেবা পৌঁছে দিতে হবে
….ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব )মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোটার ঃ
চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রবিবার দুপুর ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগ এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা বিষয়ক উদ্ভোবনী পাইলট উদ্যোগে পর্য্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । পর্য্যালোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে নাগরিক সেবা সংক্রান্ত সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব ) মোঃ মাহফুজুর রহমান । তিনি তার বক্তব্যে বলেন,বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছে । ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যেতে চায় । ২০৪১ সালে উন্নত দেশে নিতে যেতে চায় । আর এটি করতে হলে আইসিটিকে আরো এগিয়ে নিতে হবে । এই সার্ভিসকে সহজ করতে হবে এবং স্বল্প সময়ে জনগনের মাঝে সেবা পৌঁছে দিতে হবে । তিনি বলেন,নতুন প্রজন্মের এসিল্যান্ডরা নিজের উদ্যোগে অনেক ইনোরগেটিভ কাজ করছে । আমরা এটিকে সাধুবাদ জানাচ্ছি । আগামী অক্টোবরে সকল ইউনিয়ন ভুমি অফিসে ল্যাপটপ দেয়া হবে । পর্যায়ক্রমে কম্পিউটার,প্রিন্টার দেয়া হবে । পর্যায়ক্রমে ভুমি অফিসের সকল সেবা অনলাইনে আনা হবে । চাঁদপুরে ভুমি সংক্রান্ত অনেক কার্যক্রম অনলাইনে সেবা দেয়া হচ্ছে । এসব উদ্যোগকে এগিয়ে নিতে হবে । মানুষের মাঝে আস্থা সৃষ্টি করতে চাই । চাঁদপুরকে চাঁদের আলোয় আলোকিত করতে চাই । পর্য্যালোচনা সভায় আরো বক্তব্য রাখেন মন্ত্রি পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার ) এন এম জিয়াউল আলম,ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আবুয়াল হোসেন,প্রধানমন্ত্রী কার্যালয়ের ই-সার্ভিস এটুআই পরিচালক মোঃ আব্দুল মান্নান,প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই পলিসি এডভাইজার আনির চৌধুরী,চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার সামিউল মাসুদ,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবদিন,,চাঁদপুর সদর এসিল্যান্ড পঞ্জজ বড়–য়া,হাজীগঞ্জ এসিল্যান্ড অলিউজ্জামান,মতলব দক্ষিন এসিল্যান্ড কানিজ ফাতেমা,শাহরাস্তি উপকারভোগী মাহমুদুল ইসলাম । এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন উপজেলা নিবাহী কর্মকর্তা,সহকারী ভুমি অফিসারগন উপস্থিত ছিলেন । পর্য্যালোচনা সভা শেষে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব ) মোঃ মাহফুজুর রহমান জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুম পরিদর্শন করেন । তার আগে সকাল ১০টায় চাঁদপুর সদর ভুমি অফিস পরিদর্শন করেন তিনি ।