স্টাফ রিপোটার ঃ
চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, সারাদেশের মত চাঁদপুরও ভোক্তা অধিকার সংরক্ষনে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। প্রত্যেক জাতিরই তাদের অধিকার পাওয়ার জন্য কাজ করে চলছে। বাংলাদেশও সে পথে হাটছে। কোথায় ও যাতে সাধারন মানুষ বাজারজাত করতে এসে ভোগান্তির কবলে পড়তে না হয়, সেদিকে ও সকলকে লক্ষ্য রাখতে হবে। প্রতারকচক্ররা যেন কোন ভাবে প্রতারিনা করতে না পারে। একজন প্রতারক ব্যবসায়ী নিজেও প্রতারিত হতে চায় না। প্রতারকচক্র তাদের স্বার্থ নানা ভাবে উদ্ধার করে মানুষকে হয়রানি করে। তাদের হাত থেকে হয়রানি রক্ষার পাওয়ার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
বাংলাদেশে শুধু বাংলাদেশীরাই বসবাস করেনা । এখানে অনেক বিদেশীরা বসবাস করে, তাদের ভোক্তা অধিকার সুরক্ষা করার জন্য আমাদের লক্ষ রাখতে হবে। বাংলাদেশ এখন আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। বর্তমান সরকার দেশের উন্নয়নের জণ্য সর্বক্ষন কাজ করছে। ভোক্তারা যাতে প্রতারিত না হয়, সে জন্য প্রতিটি পূন্যের মেয়াদ,দাম, উৎপাদনসহ বিভিন্ন নিয়মকানুন গুলো দেখে ক্রয় করতে হবে। এক জন নেতা হাজার হাজার লোকের উপকার করতে পারেন। সেজন্য প্রতিটি লোকেই নেতার মত ভোক্তা অধিকারে পক্ষে কাজ করতে হবে। প্রতিটি বাজারে বাজারে ভোক্তা অধিকারের জন্য ভ্রাম্যমান অভিযান অব্যাহত রেখেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রনালয় এর উপ-সচিব ফিরোজ সরকার। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবার্শীষ রায় , চাঁদপুর ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী,পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, চাঁদপুর বিআরটিএর সহকারী পরিচালক সেখ ইমরান হোসেন, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির-২ জিএম মোহাম্মদ আবু তাহের, ১এর জিএম মো. ইউসুফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুভাষ বাবু, ঔষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক আহছানুজ্জামান মন্টু, জেলা প্রতিবন্ধক বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, চাঁদপুর চেম্বার্স অফ কমার্সের সহ-সভাপতি আবুল কালাম পাটওয়ারী, চাঁদপুর বিসিকের মহা ব্যবস্থাপক জাকির হোসেন, বেকারী মালিক সমিতির সাধারন সম্পাদক বি এম হারুনুর রশিদ, পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক তাজুল ইসলাম, পল্লীউন্নয়ন বোর্ডের উপ-পরিচালক এম এম জুয়েল আহমেদ,দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ সরকার, জাসদের জেলা কমিটির সভাপতি আবু তাহের, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল, শাহরাস্তির শিল্পপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার, চাঁদপুর ক্যাবের নিবার্হী সদস্য বিপ্লব সরকার, বাবুরহাট বাজার পরিচালনা সভাপতি দেলোয়ার হোসেন খান, জেলা ক্যাবের সাংগঠনিক সম্পাদক দুলাল উল্লাহ, সদস্য মজিবুর রহমান, কাউছার হোসেন, , এস এম সফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন জেলা সমবায় অফিসার মো, রফিকুল ইসলাম। গীতা পাঠ করেন বিমল চন্দ্র দে।
ক্যাপশান ঃ চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ প্রচারের লক্ষ্যে এক সেমিনারে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. শাহাদাৎ হোসেন । পাশে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।