শওকত আলী ॥
বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।শনিবার দিবসের প্রথম প্রহরে শহরের অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি ,চাঁদপুর সরকারী বিশ^বিদ্যালয় কলেজ, চাঁদপুর সরকারী মহিলা কলেজ,চাঁদপুর প্রেসক্লাব.চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ও পেশাজবী সংগঠন।
সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয় দিবেসর পরবর্তী কর্মসূচী। পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় পরবর্তী পর্ব। প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার।
এরপর শান্তির প্রতিক পায়রা অবমুক্তি করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর সদর উপজেলার মুক্তিয়োদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী।
প্যারেড কমান্ডার মোঃ আব্দুর রউফ জেলা প্রশাসনের নিকট প্যারেডের অনুমতি প্রার্থনা করেন। পর্যায়ক্রমে প্যারেড কমান্ডার কর্তৃক জাতীয় ধ্বনি প্রদান, কুচকাওয়াজ অংশগ্রহনকারী দলের মার্চ পাষ্টোর সালামী গ্রহনের জন্য অনুমতি প্রার্থনা, অংশগ্রহনকারী দলের শারীরিক কসরত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হয়। সবশেষে অংশগ্রহনকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ডাঃ দীপু মনি সহ অতিথিবৃন্দ।এ সময় জেলার সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুপুর ১২ টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধোদের সংবর্ধনা এবং বিকেলে চাঁদপুর স্টিডিয়ামে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল থেকে সরকারি বে-সরকারি অফিস আদালত, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।