শওকত আলী॥
চাঁদপুরে মাদকের টাকার জন্য মাদকাসক্ত ছেলের হাতে মা জাহেদা বেগম (৫৫) খুন হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় চাঁদপুর শহরের ৫ নংঘাট রেলওয়ের টি/১৮ নং কোয়াটারে এ হত্যার ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম ওই এলাকার আরব আলী বেপারীর স্ত্রী। ঘাতক শরীফকে পুলিশ বুধবার আদালতে পাঠালে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।এ ঘটনায় ঘাতক শরীফের পিতা আরব বেপারী বাদি হয়ে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ঘাতক শরীফ বেপারী (৩০) কে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়দের দাবি নিহতের পুরো পরিবার মাদকের সাথে জড়িত।
নিহতের কন্যা প্রত্যক্ষদর্শী লাকী আক্তার জানায়, ‘মাদকের টাকার জন্যে মায়ের সাথে তার ভাইয়ের বাক-বিতন্ডা হয়। পরে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে রেখে শরীফ মা’কে পা দিয়ে গলায় চাপা দেয় এবং ইট ও শাবাল দিয়ে মাথায় আঘাত করে খুন করে।’
স্বামী আরব আলী জানায়, ‘আমার ছেলে কোনো কাজকর্ম করতো না, সে মাদক সেবন করতো এবং মাদক বিক্রি করতো। মাদকের টাকার জন্য তার মা’কে প্রায়সময় চাপ প্রয়োগ করতো। টাকা না দিলে প্রায়ই সে বলতো “আমি মা’কে খুন করবো”। এর পূর্বেও সে তার মাকে কয়েকবার মারধর করেছে।
পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে জাহেদা বেগমকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় ৮টায় সে মার যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসক গোলাম রায়হান জানায়, ‘মাথায় এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের পরিবার থেকে শুনেছি পা দিয়ে গলায় চাপা দেয়া হয়েছে, হয়তো এতেই তার মৃত্যু হয়েছে।’
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্যাহ অলি জানান, ‘তাদের পুরো পরিবার মাদকের সাথে জড়িত। নিহতের মেয়ে লাকী বেগমকে গত ৫ জুলাই মাদকের দায়ে আটক করা হয়। (মঙ্গলবার-১১ জুলাই) সে জামিনে বের হয়। ছেলেটির সাথে মায়ের বাক-বিতন্ডা হয় একপর্যায়ে সে মাকে খুন করে। এ ব্যাপারে তার পরিবারের লোকজন থানায় এসে হত্যা মামলা দায়ের করেছে।