প্রতিনিধি
চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে যাত্রীবাহি বাস থেকে গাজা সহ ১ ব্যক্তিকে আটক করেছে। গতকাল ২৯ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক মোখলেছুর রহমান চৌধুরীর নেতৃত্বে অন্যান্য সদস্যরা চাঁদপুর শহরের তালতলা বাসষ্টেশন এলাকায় বোগদাদ ট্রান্সপোর্টের যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এ সময় মাদারীপুরের সুচিয়াভাঙ্গা গ্রামের মো: খালেদ ঢালির ছেলে জুয়েল হোসেন হিরা (৩৫) কে একটি কলেজ ব্যাগ ভর্তি অবস্থায় ৫কেজি পরিমাণ গাজা সহ হাতেনাতে আটক করে। আটক হীরা জানায়, এ সব গাজা সে কুমিল্লার কেল্লাপাথর এলাকার বাবুলের কাছ থেকে সংগ্রহ করেছে। সে আরো জানায়, ২৭শ’ টাকা কেজি দরে এ সব গাজা ক্রয় করে তার নিজ এলাকা মাদারীপুরে নিয়ে যাচ্ছিল। চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এ অভিযানকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করেন কুমিল্লা দক্ষিণ থানা মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিদর্শক মোঃ আবুল কাশেম। আটক জুয়েল হীরার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।