
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের পুরানবাজারে মাদক বিক্রেতা ছেলে রায়হান(১৯)কে ইয়াবাসহ ধরিয়ে দিলেন তার পিতা হাছান হাওলাদার। রবিবার রাত সাড়ে ১২ টায় পুরানবাজার বাকালি পট্টি মাছ বাজারে ইয়াবা বিক্রীর সময় তাকে হাতেনাতে এলাকাবাসি আটক করে। এসময় তার বাবা পুরানবাজার ফাঁড়ি পুলিশকে খবর দিলে তারা তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তার দেহ তল্লাশী করে ৮ পিছ ইয়াবা উদ্ধার করে। জানা যায়, পুরানবাজার নতুন রাস্তা ও মাছ বাজার এলাকায় দির্ঘদিন যাবদ মাদক ব্যাবসায়িরা কৌশল অবলম্বন করে অপরিচিত যুবকদের ব্যাবহার করে ইয়াবা বিক্রী করে আসছিল। তেমনি নতুন রাস্তার সরকারি পুকুরের পাশে জয়নাল শেখের ছেলে আরিফ, খালের দক্ষিন পাড়ের রাজু, ফজলার স্ত্রী তগড়ি, ইউনুছ তার ভাই মাহম্মুদ মোম ফ্রাক্টরির আলমগীর সহ বেশ কয়েকজন মাদক ব্যাবসায়ি এই যুবকদের দিয়ে ইয়াবা বিক্রী করছে। আটক রায়হান মাছ বাজারে ইয়াবা বিক্রী করার সময় এলাকার যুবকরা তাকে হাতেনাতে ধরে তার বাবা হাসান হাওলাদারকে জানায়। পরে পুলিশকে খবর দিয়ে পুরান বাজার ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গেলে পিতা ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। আটক রায়হানের পিতা জানায়, ছেলে দির্ঘদিন যাবদ ইয়াবা বিক্রী করে আসছিলো। তাকে বহুবার বাড়ন করার পরেও সে পুরানবাজারের মাদক বিক্রেতাদের কাছ থেকে ইয়াবা এনে বিক্রী করে আসছে। তার সাথে যারা জরিত রয়েছে তাদেরকে আটক করলে ইয়াবা বিক্রী অনেক কমে আসবে। পুলিশ সূত্রে জানা যায়, পুরান বাজারে প্রায় শতাধীক মাদক ব্যাবসায়ীকে মাদকসহ আটক করার পরেও তারা জেল থেকে বেড়িয়ে এসে আবার পূনরায় ব্যাবসা শুরু করে। তাদেরকে আবারো মাদকসহ আটক করতে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে।
