শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের প্রফেসার পাড়া মাতাব্বর বাড়ি রোড থেকে গাজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ আটক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকেল সাড়ে ৫টায় এসিল্যান্ড চৌধুরী আশ্রাফুল করীম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করে। পরে মাদকসেবী সোলেমান হোসেন টিক্কা (৪০) কে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, শহরের প্রফেসার পাড়া মাতাব্বর বাড়ি রোডে নূর হোসেনের ছেলে সোলেমান হোসেন টিক্কা দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা,গাজা বিক্রি ও সেবন করে আসছে। মাতকের টাকা যোগাতে সে তার সংঘবদ্ধ চক্রকে সাথে নিয়ে এলাকায় চুরি,ছিনতাই ও রাহাজানি সংঘঠিত করে আসছে। এ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত ১টায় চাঁদপুর মডেল থানার এসআই নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি বসত ঘরে গাজা ও ইয়াবা সেবন করার সময় তাকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন। উল্লেখ্য, মাতাব্বর বাড়িতে পদ্মা অয়েল কোম্পানি ডিপোর কর্মচারী জয়নাল মাতাব্বরের বসতঘরে ৭ই মে বিকেলে চোর চক্ররা দিনে দুপুরে বাড়ির পিছনের জানালার গ্রীল ভেঙ্গে চুরির ঘটনা সংঘঠিত করে। এ ঘটনায় ঘরের আলমারি তালা ভেঙ্গে ২ লক্ষ টাকা ও ১৪ ভড়ি স্বর্ন লুট করে। এ চুরির ঘটনার সাথে মাদকসেবী সলেমান হোসেন টিক্বা জড়িত রয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।