স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে মাদক সেবনের অপরাধে মো: রিয়াজ গাজী(১৯)নামে এক যুবককে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
বুধবার বিকেলে ৫টায় চাঁদপুরের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহি ম্যাজিস্ট্রেড পংকজ বড়–য়া এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে নিশ্চিত করেছেন, চাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার মো: জালাল উদ্দিন। জানা যায়,সদর উপজেলার তরপুর চন্ডি জি এম উচচ বিদ্যালয়ের পূর্ব পার্শে একই এলাকার খোকন গাজীর ছেলে বখাটে যুবক রিয়াজ গাজী ,মঙ্গলবার গভীর রাতে গাঁজা সেবন করছিল । এ সময় অভিযান চালিয়ে মডেল থানার এ এস আই শামছুল হকও জমির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তাকে গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। পরে তাকে তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানা পুলিশের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।