শওকত আলী॥
চাঁদপুরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা (রজতজয়ন্তী উৎসব) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রদ্বীপ প্রজ্জলনের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়। প্রদীপ প্রজ্জলন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. জহিরুল ইসলাম, সদস্য সচিব শহীদ পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
মুক্তিযুদ্ধের বিভিন্ন সংরক্ষিত স্মৃতির স্টলসহ মেলায় ১শ’ ৩৪টি স্টল রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলার মাঠ ও মঞ্চ পরিচালক হারুন আল রশিদ জানান, প্রতিদিন মেলা মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতি চারন, সাংষ্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।