স্টাফ রিপোর্টার: : চাঁদপুরে রেলওয়ে হাসপাতালে অনৈতিক কাজে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার সন্তান ও চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাফ সাহাবুদ্দিন আহমেদ রাজিবকে একদল দুর্বৃত্তরা উপর্যুপুরী পেটে ছুরিকাঘাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। মূমুর্ষু রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের রেলওয়ে হাসপাতালে সোমবার দিবাগত রাত ১ টায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও আহত রাজিবের ভগ্নিপতী নাসির উদ্দিন আহমেদ খোকন জানান, রাজিব তার বাসায় মেরামতের কাজ চলায় পাশ্ববর্তী রেলওয়ে হাসপাতালে ঘুমাতে যায়। রাত সাড়ে ১১টায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী রাঙ্গা আনোয়ার একদল যুবক ও এক যুবতীকে নিয়ে অনৈতিক কাজ করার জন্য হাসপাতালে প্রবেশ করে। এ সময় রাজিব বাধা দিলে তাদের সাথে হাতাহাতি ও বাগ বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসী চক্ররা চলে যায়। পরে রাত প্রায় ১টার দিকে একদল দূর্বৃত্ত তাদের বড় ভাইকে সাথে নিয়ে এসে রাজিবকে হাসপাতালের রুম থেকে ডেকে ঘুম থেকে উঠায়। তার পর তারা রাজিবের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং এক পর্যায়ে তাকে উপর্যুপুরী পেটে কয়েকটি ছুরিকাঘাত করে নারীভূরি বের করে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জানতে পেরে রাজিবকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার রাজিবের ব্যাপক রক্তক্ষরণ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাজিবের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে অপারেশন করে মঙ্গলবার বিকেল ৪টায় অপারেশন কার্যক্রম শেষ করে। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।