শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার শেষ সিমানায় মেঘনা নদীতে মালবাহী ৩ টি লাইটার জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৫ জনকে আহত করে প্রায় নগদ ২ লক্ষ টাকা মোবাইল সহ বেশ কিছু মালামাল ছিনতাই করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধা সাড়ে ৬ টায় হাইমচর উপজেলার শেষ সিমানায় ১৩ নং গোবিন্ধপুর ইউনিয়নের মেঘনা নদীতে।
ঘটনার বিবরনে জানা যায়, মোংলা হারবারিয়া থেকে মোহাম্মদ আলী শিপিং করপারশেন এমবি নজরুল ইসলাম(এম নং-৬৮৮৪) ৫শত ৬০ টন সরকারি সার নিয়ে নগরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটি হাইমচর শেষ সিমানায় ১৩ নং গোবিন্ধপুর ইউনিয়নের আসার পর একটি ট্রলার নিয়ে কয়েক জন চলন্ত জাহাজে উঠে রিছিড দেখিয়ে ২শত টাকা নেয়। তারা নেমে জাওয়ার পরেই আরেকটি ট্রলার নিয়ে ৬ জন ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে জাহাজের মাস্টার ও ডাইভারের উপর হামলা চালায়। এসময় মাস্টার সজিব(৩০), ডাইভার(৪০),বাবুরচি শাধন(৪০)সহ বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। ডাকতদল মাত্র ১০ মিনিটের অভিজান করে জাহাজের লোকজনের প্রায় নগদ ২ লক্ষ টাকা মোবাইল সহ বেশ কিছু মালামাল ছিনতাই করে। জাহাজ চাঁদপুর লঞ্চ ঘাট এলাকায় এসে নঙ্গর করে আহতদের চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়। ঘটনার দির রাতে সেই ডাকাতদল একই সাথে এমভি ছানিম লাইটার জাহাজে ডাকাতি করে। শুক্রবার রাতে এমভি ছিহাভ খাঁন জাহাজে ডাতাতি করে বেশ কয়েকজনকে আহত করে নগদ টাকা ও মালামাল লুট করে। এ ব্যাপারে এমবি নজরুল ইসলাম জাহাজের মাস্টার সজিব জানায়, প্রায় প্রতিদিন গোবিন্ধপুর ইউনিয়নের মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটছে নৌ পুলিশের কোন অভিযান না থাকায় ডাকাতরা এ ভাবে ঘটনা ঘটাচ্ছে। তাদের হাত থেকে প্রনে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।