শাহরিয়ার খান কৌশিক॥
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ সিলভার সান থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল সহ ১ জনকে আটক করেছে নৌ পুলিশ। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজেষ্টেট ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক আব্দুল ওদুদ (৫১) কে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেরে দেয়।
জানা যায়, মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে প্রতিদিন রাতে বিপুল পরিমান কারেন্ট জাল দক্ষিনাঞ্চল লঞ্চগুলো যোগে এনে বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজেষ্টেট রাশেদ কামাল নৌ পুলিশকে সাথে নিয়ে মঙ্গলবার রাতে মাঝ নদীতে অভিযান চালায়। এসময় ঢাকা টু পটুয়াখালী গামী সিলভার সান লঞ্চে অভিযান চালিয়ে বস্তা বোঝাই ৩০ হাজার মিটার কারেন্ট জাল সহ ১ জনকে আটক করে। আটককৃত আব্দুল ওদুদ মাদারীপুর খাশের হাটের সফিউদ্দিনের পুত্র। নির্বাহী ম্যাজেষ্টেট জানায়, মার্চ এপ্রিল ২ মাস নদীতে কোন প্রকার জাল ফেলে মাছ ধরা যাবে না। করেন্ট জাল জব্দ করার লক্ষে নদীতে অভিযান চালানো হয়েছে। যাত্রবিাহী লঞ্চে এ ধরনের অভিযান সবসময় অব্যহত থাকবে।